১৬ নভেম্বর ২০২৩, ১৪:০৬

তফসিল বাতিলের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ 

তফসিল বাতিলের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ   © সংগৃহীত

জাতীয় নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা তফসিলের বিরুদ্ধে ও অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় রেলষ্টেশনস্থ ষোলশহরে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এবিষয়ে নোমান বলেন, নির্বাচন কমিশনার একতরফা নির্বাচনের ঘোষণা দিয়েছে। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে  এই ফ্যাসিস্ট সরকার মূলত নিজের পতনের দিন-ক্ষণ নির্দিষ্ট করেছে। ছাত্র সমাজ প্রহসনের এই তফসিল মানে না।

জনগণের মতামতকে উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের একতরফা নির্বাচন করার পাঁয়তারা ছাত্র সমাজ শক্ত হাতে রুখে দিবে। এখন থেকে এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঠিকানা হয় রাজপথ, না হয় কারাগার।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, চবি ছাত্রদলের বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।