১৫ নভেম্বর ২০২৩, ২১:১৬

‘হাসান আজিজুল হক ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক বিমূর্ত প্রতীক’

‘হাসান আজিজুল হক ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক বিমূর্ত প্রতীক’
বরেণ্য কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভা   © টিডিসি ফটো

বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা বলেছেন, হাসান আজিজুল হক ছিলেন বাংলা সাহিত্যের প্রেরণা। আগুন পাখি ছিল তাঁর শ্রেষ্ঠ কৃতিত্ব। বাংলা সাহিত্যে তাঁর অবদান অনন্য। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক বিমূর্ত প্রতীক। তাঁর অনুপস্থিতি সাহিত্যমনা মানুষের জন্য খুবই বেদনার। শুধু সাহিত্য নয়, একজন প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও সমাজ সংস্কারক হিসেবে তিনি ছিলেন অনুকরণীয়। শোষিত মানুষের পক্ষে ছিল তাঁর সংগ্রাম। তাঁর আদর্শ আমাদের সর্বদা অনুপ্রাণিত করবে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে বরেণ্য কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা। 

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, হাসান আজিজুল হক ছিলেন সমাজ ও রাজনীতি সচেতন। তিনি মানুষের অধিকারের কথা বলতেন এবং শোষিতের পক্ষে ছিল তাঁর দৃঢ় অবস্থান। তিনি প্রায় সারাটি জীবনই অসাম্প্রদায়িক চেতনার জয়গান করেছেন এবং লেখনির মাধ্যমে তা প্রকাশ করেছেন। সাংস্কৃতিক অঙ্গণেও ছিল তাঁর অবদান। তিনি আমাদের জাতীয় শিক্ষকতূল্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একজন মানুষ পাওয়া গর্বের বিষয়। মহান এ মানুষের চেতনা ও আদর্শ চর্চার জন্য তিনি আহ্বান জানান।

দর্শন বিভাগের শিক্ষক তাসনিম নাজিরা রিদার সঞ্চালনায় সভাপতিত্ব করেন অধ্যাপক নিলুফার আহমেদ। মূখ্য আলোচক ছিলেন বাংলা বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী জুলফিকার মতিন। মূখ্য আলোচকের বক্তব্যে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের জীবনদর্শনের ওপর স্মৃতিচারণ করেন চৌধুরী জুলফিকার মতিন। এ সময় তিনি কথাসাহিত্যিকের সাহিত্য, সংগ্রাম ও সমাজ চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় আরো বক্তব্য রাখেন দর্শন বিভাগের সাবেক অধ্যাপক মহেন্দ্রনাথ অধিকারী, অধ্যাপক শামীমা আক্তার, অধ্যাপক আলতাফ হোসেন (২) ও হাসান আজিজুল হকের পুত্রবধু বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুলতানা রাজিয়া প্রমুখ। এ সময় হাসান আজিজুল হকের পুত্র রাবি প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমতিয়াজ হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।