পূর্ণাঙ্গ কমিটি পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলচ্চিত্র প্রেমীদের সংগটন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (চবিচস) পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) চবি চলচ্চিত্র সংসদের সভাপতি শামীম রানা শামু ও সাধারণ সম্পাদক আবিদ হাসান জয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নবগঠিত কমিটি আগামী ১ বছরের জন্য সাংগঠনিক দায়িত্ব পালন করবে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঊষাচিং মার্মা রাচিং (রাচি চৌধুরি), সাদিয়া খানম খুশবু, মোহাম্মদ শহিদ, ইমাম ইমু ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌফিক আহমেদ, ফারজানা রিতু, সাগর মাহমুদ, কায়সার মাহমুদ শাহজাহান, জাহিদ হাসান বিপ্লব, জাওয়াদ অরণ্য, নুর নওশাদ, জিল্লুর রহমান।
কমিটির নব নির্বাচিত অন্য সদস্যরা হলেন= সাংগঠনিক সম্পাদক আদিত্য গোস্বামী, অপূর্ব রায়, নওশীন আনোয়ার, তন্ময় দত্ত মিশু দপ্তর সম্পাদক হায়াত উল্লাহ শুভ, রাম প্রসাদ সাহা তথ্য ও যোগাযোগ সম্পাদক সোহাগ আহমেদ, রুদ্র মোহাম্মদ তিতাস।
এছাড়াও নতুন এ কমিটিতে কোষাধ্যক্ষ দুর্জয় ভৌমিক, নাসরীন জাহান পপী চলচ্চিত্র বিষয়ক সম্পাদক আশেকুল মোস্তফা আবরার উৎসব, কর্মশালা ও প্রদর্শনী সম্পাদক শাফিন রহমান রাফি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: শিহাব, ওয়াজিদুল আলম, পাঠচক্র বিষয়ক সম্পাদক সৌরভ জাহান শুভ, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক রিসালাত নূর নীরব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পার্থ দেবনাথ দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটিতে দায়িত্ব প্রাপ্তির পর চবির নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শামীম রানা শামু জানিয়েছেন, সুষ্ঠু চলচ্চিত্র অধ্যয়ন এবং রুচিশীল দর্শক তৈরি করার লক্ষ্যে ক্যাম্পাসে চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন প্রোগ্রাম করে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এ সংসদের সাংগঠনিক কাজকে আরও বেগবান করতে যোগ্যতার ভিত্তিতে কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে এবং দীর্ঘদিন পর্যবেক্ষণ করে যোগ্যতা অনুযায়ী মেধাবী ও কর্মঠদের মূল্যায়ন করা হয়েছে। চলচ্চিত্র সংসদকে তাঁরাই এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ জানান তিনি।