ডিসেম্বরে চালু হচ্ছে জাবির নবনির্মিত চার হল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসন সংকট নিরসনে নবনির্মিত অবশিষ্ট ৪টি হল আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে চালু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম। সোমবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
উপাচার্য বলেন, ইতোমধ্যে হলের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ চলছে। উদ্বোধনের পর পর আমরা নিয়োগের কাজ দ্রুত সম্পন্ন করবো। পাশাপাশি হলের অন্যান্য সুযোগ সুবিধাগুলোও সম্পন্ন করা হবে। আমরা আশাবাদী ডিসেম্বরের শুরুর দিকে অবশিষ্ট নতুন চারটি হল চালু করা যাবে।
নতুন হলগুলোতে গ্যাস সংযোগে প্রধানমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপ চাওয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ইতোমধ্যেই আমরা বিশেষভাবে চেষ্টা চালাচ্ছি। আশা করছি এ ব্যাপারে আমরা সফল হবো।
উল্লেখ্য, আগামীকাল ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টির নতুন ছয় হল ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র অনলাইনে উদ্বোধন করবেন।