‘ভয়েস অব বিজনেস’ ক্লাবের নতুন কমিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৯:২৫ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ০৯:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত দেশের প্রথম ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ‘ভয়েস অব বিজনেস’ ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ব্যবসায় শিক্ষা অনুষদের ২৫তম ব্যাচের শিক্ষার্থী নাফিস আল সাইখকে প্রেসিডেন্ট এবং একই ব্যাচের নাইমা জিয়াকে সেক্রেটারি পদে মনোনীত করা হয়। গত শুক্রবার (১০ নভেম্বর) ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডে কমিটি হ্যান্ডওভার এন্ড অ্যালামনাই মিটআপ অনুষ্ঠানে তাদের মনোনীত করা হয়।
এছাড়া কমিটিতে ব্যবসায় অনুষদের ২৫তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া নাওয়ার নাওমিকে চিফ এডিটর করে ১৭ সদস্যের নতুন কমিটি দেওয়া হয়েছে। এসময় ক্লাবটি তাদের প্রতিটি বিভাগের হেড এবং ডেপুটি হেডের নাম ঘোষণা করে।
এদিকে অনুষ্ঠানে সদ্য বিদায়ী কমিটির সেরা এক্সিকিউটিভদের ‘নাইটহুড’ অ্যাওয়ার্ড দেয়া হয়। মোট ১৩ জন এক্সিকিউটিভ এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়।
সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট নাফিজ আল সাঈখ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের প্রতিনিধি হিসেবে ভয়েস অব বিজনেসকে সুপ্রতিষ্ঠিত করা এবং একই সাথে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে এই ক্লাবকে প্রস্তুত করার দিকে আমি নজর দিতে চাই। নেতৃত্বের গুণাবলি বিকাশ, মেধা এবং মননের সংমিশ্রণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ সহ এই নতুন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার দক্ষতা যেন ব্যবসায়ে অনুষদের প্রতিটি শিক্ষার্থীর থাকে সেটি নিশ্চিত করাই আমার লক্ষ্য।
নতুন কমিটির সদস্যদের সাথে নিয়ে ক্লাবটিকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করে জেনারেল সেক্রেটারি নাইমা জিয়া বলেন, আমি এই ক্লাবের সাফল্যের জন্য আরও কাজ করে এবং নতুন নতুন নেতৃত্ব গড়ে ভয়েস অব বিজনেসকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।
প্রসঙ্গত, ভয়েস অব বিজনেস ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত ক্লাবটির নিজস্ব ম্যাগাজিনের ১৩টি সংস্করণ প্রকাশিত হয়েছে। এছাড়াও ক্লাবটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সময় BRANDrill সহ বিভিন্ন প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করে থাকে। প্রতি এক বছরের জন্য কমিটি গঠন করা হয়।