০৪ নভেম্বর ২০২৩, ২১:১৩

অবরোধেও সচল থাকবে ঢাবির পরিবহন চলাচল

অবরোধেও সচল থাকবে ঢাবির পরিবহন চলাচল
ঢাবির বাস  © আমান উল্যাহ আলভী

আগামীকাল রবিবার থেকে আবারও দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি। এছাড়াও তিন দিনের অবরোধ ঘোষণা করেছে জামায়াত ইসলামী। তবে অবরোধেও সচল থাকবে ঢাবির পরিবহন চলাচল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার (২) কামরুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কাছে যেহেতু কোনো নির্দেশনা নাই তাই গাড়ি গুলো আগের রুটিন অনুযায়ী আগের নিয়মেই চলবে।

তিনি আর জানান, রাস্তায় যে কোনো সমস্যা দেখলে নিরাপদ জায়গা দিয়ে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে নিয়ে আসার জন্য ড্রাইভারদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু ক্লাস পরীক্ষা চলমান রয়েছে তাই বাসও আগের নিয়মেই চলবে।

এদিকে অবরোধের আগের দিন আবারও গ্রীন ইউনিভার্সিটির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর এলিফ্যান্ট রোডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর আগে ২ নভেম্বর রাত ৯ টার দিকে মিরপুর-১২তে একই বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয়।