২৯ অক্টোবর ২০২৩, ১৭:১৭

গবেষণায় মান বাড়ালে প্রাচ্যের অক্সফোর্ড খেতাব আবার ফিরে পাবে ঢাবি: প্রধানমন্ত্রী

সমাবর্তনে শেখ হাসিনা  © সংগৃহীত

বাংলাদেশকে আরও অর্থনৈতিকভাবে উন্নত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের গবেষণার দিকে বিশেষ নজর দেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় মান বাড়ালে প্রাচ্যের অক্সফোর্ডের গৌরব আবার ফিরে পাবে। আজ রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তনে সমাবর্তন বক্তার বক্তব্যে তিনি এ আহবান জানান। 

বিশেষ এই সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উপাচার্য ড. মো. আখতারুজ্জামান এই ডিগ্রি দেন। বঙ্গবন্ধুর পক্ষে ডিগ্রি গ্রহণ করেন তার জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমারও বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমি নিজেও গর্ববোধ করি। আমি চাই এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা যেন হয় এবং গবেষণাকে যেনো বেশি গুরুত্ব দেওয়া হয়। আমরা কৃষি গবেষণায় বেশ সাফল্যও পেয়েছি। এজন্য আজকে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি।

এসময় বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান থেকে শুরু করে সবক্ষেত্রে গবেষণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান থেকে শুরু করে....। কারণ আমরা তো স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, দ্বিতীয়টাও আমরা করবো। এরপরতো আমাদের চাঁদে যেতে হবে। এজন্য ইতিমধ্যে আমি লালমনিরহাটে এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি করে দিয়েছি। তাছাড়া বিভিন্ন ধরনের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করে দিয়েছি যাতে করে সব ধরনের শিক্ষা ও গবেষণা করা যেতে পারে। 

“তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষকের কাছে আমার আহবান ও অনুরোধ থাকবে আপনারা গবেষণার দিকে বিশেষ নজর দিবেন। তাহলেই বাংলাদেশকে আরও অর্থনৈতিকভাবে উন্নত করা যাবে এবং আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে সেই গৌরব ফিরে পাবে। এখনও আমরা অনেকদূর এগিয়েছি এবং সামনে আরও এগিয়ে যাবো।”

গ্রামকে মনে রাখার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের যারা লেখাপড়া শেখে তারা যেন ওই গ্রামের মানুষকে ভুলে গেলে চলবে না। তাদের যত উন্নতি হবে দেশও তত উন্নত হবে।

প্রধানমন্ত্রী বলেন, মুষ্টিমেয় লোকের উন্নতি না, উন্নতি হবে সর্বজনীন। গ্রামের একেবারে তৃণমূল পর্যায় থেকে আমাদের উন্নয়ন আসবে।

সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।