ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করতে না পারার আক্ষেপ প্রধানমন্ত্রীর
১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি সম্পন্ন করতে পারেননি। এই ডিগ্রি শেষ করতে না পারার আক্ষেপের কথা প্রধানমন্ত্রী নিজেই জানালেন বিশ্ববিদ্যালয়টির বিশেষ সমাবর্তনে এসে।
তিনি বলেন, আমি আবার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে পারতাম এবং মাস্টার্স ডিগ্রিটা শেষ করতে পারতাম তাহলে খুব খুশি হতাম। পৃথিবীর অনেক দেশের অনেক ডিগ্রি পেয়েছি তাতে মন ভরে না। নিজের বিশ্ববিদ্যালয়ে পেলাম না। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক একটি একটি ডিগ্রি দেওয়া হয়েছিল, কিন্তু সেটাতো না....। লেখাপড়া করে ডিগ্রি (মাস্টার্স) নিতে পারলে ভালো হতো।
আজ রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত বিশেষ এই সমাবর্তনে সমাবর্তন বক্তার বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। এই সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমারও বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমি নিজেও গর্ববোধ করি। আমি চাই এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা যেন হয় এবং গবেষণাকে যেনো বেশি গুরুত্ব দেওয়া হয়। আমরা কৃষি গবেষণায় বেশ সাফল্যও পেয়েছি। এজন্য আজকে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি।
“কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান থেকে শুরু করে....। কারণ আমরা তো স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, দ্বিতীয়টাও আমরা করবো। এরপরতো আমাদের চাঁদে যেতে হবে। এজন্য ইতিমধ্যে আমি লালমনিরহাটে এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি করে দিয়েছি। তাছাড়া বিভিন্ন ধরনের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করে দিয়েছি যাতে করে সব ধরনের শিক্ষা ও গবেষণা করা যেতে পারে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষকের কাছে আমার আহবান ও অনুরোধ থাকবে আপনারা গবেষণার দিকে বিশেষ নজর দিবেন। তাহলেই বাংলাদেশকে আরও অর্থনৈতিকভাবে উন্নত করা যাবে এবং আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে সেই গৌরব ফিরে পাবে। এখনও আমরা অনেকদূর এগিয়েছি এবং সামনে আরও এগিয়ে যাবো।”
বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এর আগে বঙ্গবন্ধুর পক্ষে ডিগ্রি গ্রহণ করেন তার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সমাবর্তনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ডিগ্রি তুলে দেন।
সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৬৭ সালের ২৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। তিনি রোকেয়া হলে সংযুক্ত ছাত্রী ছিলেন। তিনি লেখাপড়া ও শিক্ষা সম্পর্কিত বিষয়ে খুবই মনোযোগী ছিলেন। অত্যন্ত প্রাণোচ্ছল শেখ হাসিনা সহপাঠীদের সঙ্গেও ছিলেন খুব আন্তরিক। শিক্ষকদেরও তিনি অপরিসীম শ্রদ্ধা করতেন। অল্প সময়েই তিনি সবার আপন হয়ে ওঠেন।
তার সম্পর্কে বেবী মওদুদ লিখেছেন, ‘শেখ হাসিনার সঙ্গে আমার প্রথম দেখা ও পরিচয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষ অনার্স ক্লাসে, সেপ্টেম্বর ১৯৬৭ সালে। আমরা দুজন একই ক্লাসে পড়তাম। শেখ হাসিনা ঢাকায় স্কুল ও কলেজে লেখাপড়া করেছে, তাই তার বন্ধুর সংখ্যাও ছিল অনেক। সবার মাঝে সে ছিল আনন্দময় বন্ধু, সহমর্মী সাথী। তার এক আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল বলে সে সবার প্রিয় ছিল।’