২৭ অক্টোবর ২০২৩, ২০:০৯

ঢাবির উন্নয়ন ও শিক্ষাসহায়ক কার্যক্রমে অ্যালামনাইরা সম্পৃক্ত হতে পারে

মতবিনিময় সভা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন হলসহ নানা স্থাপনা নির্মাণ, গ্রীণ অ্যান্ড ক্লিন ক্যাম্পাস বাস্তবায়ন, গবেষণার অর্থায়ন এবং ছাত্র-ছাত্রীদের চিকিৎসা, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার সহায়তায় অ্যালামনাসদের ব্যাপকভাবে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস) নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার রিপোর্টারদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক মতবিনিময় সভায় এমন অভিমত উঠে আসে।

সমাজ পরিবর্তনে শিক্ষার্থী কর্মসূচিসহ তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার জন্য এই সভার আয়োজন করে ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওসার, যুগ্ম মহাসচিব সুভাষ সিংহ রায়, প্রচার ও জনসংযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসাইনসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ঢাবিসাস সভাপতি আল সাদী ভূইয়াসহ কয়েকজন সাংবাদিক তাদের বক্তব্যে বলেন, অ্যালামনাসগণ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সহযোগী এবং শিক্ষা, ইন্ট্রানশিপ ও ক্যারিয়ার গঠনে ছাত্র-ছাত্রীদের স্বক্রিয় সহায়ক ও অভিভাবক হয়ে উঠতে পারেন।

তাদের বক্তব্যের প্রেক্ষিতে আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন এমন দাবী এবং পরামর্শ বাস্তবায়ন করার জন্য অ্যালামনাসদের জন্য কঠিন কোন কাজ নয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগেই হল নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের সবুজায়ন এবং পরিচ্ছন্নকরণ এবং চিকিৎসা কেন্দ্র উন্নয়নের জন্য প্রস্তাবও দিয়েছিলো। তিনি বলেন এমন যৌথ উন্নয়ন প্রকল্পে অনুমোদন ও দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রনালয়ের এগিয়ে আসা জরুরি মনে করেন তিনি।

সভায় তিনি জানান, এবার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) সামাজিক বৃত্তি নিয়ে ৬৭৭ জন ছাত্রছাত্রী ১৩ অক্টোবর থেকে সারাদেশে ৬৪ জেলায় মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়তে মাঠপর্যায়ে প্রচার চালাচ্ছে।

এই কার্যক্রমে এবার অভূতপূর্ব জাগরণ তৈরি করেছে এবং এই মাঠপর্যায়ে এই প্রচারনা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।