২৩ অক্টোবর ২০২৩, ১২:২৩

চবির নটরডেমিয়ানস সোসাইটির নেতৃত্বে রাশেদ-রিচার্ড 

রাশেদুল খন্দকার (রাশেদ) ও রিচার্ড স্টিফেন গমেজ  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নটর ডেম কলেজের প্রাক্তন  শিক্ষার্থীদের সংগঠন নটরডেমিয়ানস' সোসাইটির আগামী এক বছরের (২০২৩-২০২৪) জন্য কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে রাশেদুল খন্দকার (রাশেদ) ও সাধারণ সম্পাদক পদে রিচার্ড স্টিফেন গমেজ দায়িত্ব পেয়েছেন। এছাড়া ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নটরডেমিয়ানস' সোসাইটি, চবি মূলত একটি স্বেচ্ছাসেবী, সমাজকল্যাণ ও অরাজনৈতিক সংগঠন। ২০২২ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।সংগঠনটির এটি প্রথম পূর্ণাঙ্গ কমিটি। প্রতিষ্ঠার পর থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের  সহযোগিতা করে আসছে সংগঠনটি।বিশেষ করে, চবিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও ভর্তি পরীক্ষায় আবাসন সহায়তা সহ বিভিন্ন ধরণের সহযোগিতা করে আসছে নটরডেমিয়ানস' সোসাইটি।

সংগঠনটির সম্মানিত উপদেষ্টা হিসেবে আছেন চবির ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাশেদ-উন-নবী রাফি,বন ও পরিবেশ বিজ্ঞান অনুষদের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আকতার হোসাইন,বন ও পরিবেশ বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড.দানেশ মিয়া,ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড.মাহবুব মোর্শেদ,ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড.মহিউদ্দিন,আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক ড.সুজিত কুমার দত্ত,সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক রমিজ আহমেদ সুলতান এবং সমাজতত্ত্ব বিভাগের প্রভাষক কনক ওয়াহাব।