ঢাবিতে সাঁতারে সেরা ইতিহাস ও সমুদ্রবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগ। আর ছাত্রীদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে সমুদ্রবিজ্ঞান বিভাগ। এ প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে রানার্স-আপ হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ছাত্রীদের গ্রুপে রানার্স-আপ হয় ইসলামিক স্টাডিজ বিভাগ।
বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আরো পড়ুন: ঢাবির প্রযুক্তি ইউনিটের চূড়ান্ত মাইগ্রেশনের ভর্তি শেষ আজ
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী উপস্থিত ছিলেন।