১২ অক্টোবর ২০২৩, ০৮:০৮

ঢাবির প্রযুক্তি ইউনিটের চূড়ান্ত মাইগ্রেশনের ভর্তি শেষ আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রযুক্তি ইউনিটের সর্বশেষ ও চূড়ান্ত মাইগ্রেশনে বিষয়প্রাপ্তদের আজ বৃহস্পতিবারের (১২ অক্টোবর) মধ্যে বিষয় মনোনয়ন ফি দিতে হবে। এর আগে সর্বশেষ ও চূড়ান্ত মাইগ্রেশনে ফল প্রকাশ করা হয়েছে। যে সব শিক্ষার্থী মনোনীত বিষয় পেয়েছে তাদেরকে ফি দিতে হবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সর্বশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় ও প্রতিষ্ঠান মনোনয়ন দেওয়া হয়েছে। প্রার্থীদের মধ্যে মেধাক্রম ৬৬৭৬ হতে ৭০৬৪ পর্যন্ত এবং খালি আসনে ভর্তির জন্য ট্রান্সক্রিপ্ট জমাদানকারী প্রার্থী যারা ইতোমধ্যে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ডিন অফিসে জমা দিয়েছে তাদের মাইগ্রেশনে প্রাপ্ত বিভাগ এবং আসন খালি থাকায় বিভাগ মনোনীত প্রার্থীরা ভর্তির জন্য প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হবেন।

গত মঙ্গলবার (১০ অক্টোবর) হতে শুরুর পর আজ বৃহস্পতিবারের মধ্যে মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় তাদের বিষয় ও প্রতিষ্ঠান মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

আরো পড়ুন: গুচ্ছের শেষ ধাপের ভর্তি আগামী সপ্তাহে

ইতোমধ্যে যেসব প্রার্থী ভর্তির কার্যক্রম সম্পন্ন করেছে এবং চূড়ান্ত মাইগ্রেশনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে, তারা ইতোপূর্বে ভর্তির ফি জমার রশিদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেকোনোভাবে প্রেরণ করে (ভর্তির নির্দেশিকায় অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে উল্লেখিত ই-মেইল-এ অথবা অন্য যেকোনো যোগাযোগের মাধ্যমে) তাদের চূড়ান্ত ভর্তির উপস্থিতি নিশ্চিত করতে হবে।

অধিকন্তু, সর্বশেষ মাইগ্রেশন ও খালি আসনে মনোনীত যেসব প্রার্থী ইতোমধ্যে ৫০ টাকা জমা দিতে পারেনি, তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে ৫০ টাকা জমা দিয়ে রশিদ (ইউনিটের অংশ) ভর্তি সম্পন্ন করার সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।