ভুয়া পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাস ক্লাস করেছেন তিনি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৯:২৫ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৩, ০৯:২৫ PM
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী পরিচয় দিয়ে সমাজবিজ্ঞান বিভাগে মাসখানেক ধরে ক্লাস করে আসছেন আল সানি নামের এক তরুণ। আজ বুধবার বিভাগের ক্লাস চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন তিনি। পরে বিভাগীয় চেয়ারপার্সনের নিকট নিয়ে যাওয়া হলে নিজেকে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দেন তিনি। এসময় খোঁজ নিয়ে জানা যায়, তার দেয়া তথ্যটি মিথ্যে। এরপর তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী পরিচয়ে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সমাজবিজ্ঞান বিভাগে বেশ কয়েকদিন ক্লাস করেছেন তিনি। সপ্তাহ খানেক আগে সহপাঠীদের সন্দেহ হলে তারা বিভাগের চেয়ারপারসনের কাছে বিষয়টি জানালে আজ তাকে চেয়ারপার্সনের রুমে নিয়ে যাওয়া হয়। এসময় সে নিজেকে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তার পরিচয় দেন।
এদিকে, জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী আটককৃত ওই শিক্ষার্থীর নাম আল সানি। পিতার নাম মো. আবু জাফর খাঁ। মাতার নাম রুনা আক্তার। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদরের কালিকাপুর এলাকার মহিলা কলেজ পাড়ায়৷
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাকসুদুর রহমান বলেন, আল সানি নামে ওই ছেলেটি আমাদের সমাজবিজ্ঞান বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের সঙ্গে বেশ কয়েকদিন ক্লাস করেছে। এক পর্যায়ে শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা বিভাগীয় চেয়ারপার্সনের কাছে বিষয়টি জানান। পরে ভর্তি সংক্রান্ত কর্মকর্তারা জানান এ নামে কোনো শিক্ষার্থী ওই বিভাগে ভর্তি হয়নি।
তিনি আরও বলেন, আজ বুধবার ক্লাস চলাকালীন সময়ে তাকে হাতেনাতে ধরা হয়। এসময় সে নিজেকে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দিলে পরে দেখা যায় তার এ দাবি মিথ্যে।
ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো মামলা হবে কিনা, এমন প্রশ্নে ঢাবি প্রক্টর বলেন, যেহেতু এখন পর্যন্ত তার উদ্দেশ্য জানা যায়নি, আর সাধারণ শিক্ষার্থীদের মতই সে ক্লাসে এসেছে। তাই এ বিষয়ে এখনো কিছু বলতে পারছি না।