০১ অক্টোবর ২০২৩, ২২:৫৬

জাবি ছায়া জাতিসংঘ অধিবেশনে শ্রেষ্ঠ প্রতিনিধি দল ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’

‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিনিধি দল  © টিডিসি ফটো

গত ২৮-৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ অধিবেশন-২০২৩। তিনদিন ব্যাপী এই অধিবেশনে যুক্তি তর্ক ও কূটনৈতিকতার সাথে পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ফলপ্রসূ আলোচনা করতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগদান করে প্রায় ৩০০ শিক্ষার্থী। এবারের অধিবেশনে মোট ৮টি কমিটি ছিলো যেখানে মূল প্রতিপাদ্য অনুসারে শিক্ষার্থীরা পরিবেশ নিরাপত্তা, ভবিষ্যতে পরিবেশের রক্ষণাবেক্ষণ এবং বৈজ্ঞানিক ভাবে পরিবেশ এর সমস্যা সম্পর্কে বিভিন্ন সমাধান গ্রহণ করেছেন। 

এই অধিবেশনে অংশ নিয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন। প্রায় ৪০ জনের এ দলের শিক্ষার্থীরা বিভিন্ন কমিটিতে তাদের গবেষণা, কূটনৈতিক দক্ষতা ও যুক্তির পারদর্শীতার মধ্য দিয়ে অর্জন করেছে এই অধিবেশনের সবচেয়ে বেশি সংখ্যক অ্যাওয়ার্ড। এর মধ্য দিয়ে মোট ১২ জন এর অ্যাওয়ার্ড এর হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন টানা দ্বিতীয়বারের মতো অর্জন করে নিলো অধিবেশনের ‘শ্রেষ্ঠ প্রতিনিধি দল’ এর উপাধি।  ১২ জনের মধ্যে ২ জন শ্রেষ্ঠ প্রতিনিধি, ৩ জন অসাধারন প্রতিনিধি এবং ৭ জন বিশেষ উল্লেখযোগ্য প্রতিনিধির পদ অর্জন করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম, ইউএনাইসি এর সাবেক কর্মকর্তা ড. মনিরুজ্জামান এবং সংগঠনটির প্রাক্তন সদস্যগ্ণ। সচেতনতা ও অনুপ্রেরণা দায়ক বক্তব্য ও পুরষ্কার বিতরণীর  মধ্য দিয়ে শেষ হয় তাদের এবারের আয়োজন।

সমাপনী অনুষ্ঠান শেষ হয় সাভার গলফ ক্লাবে পুরষ্কার বিতরণী এবং প্রীতিভোজ এর মাধ্যমে। পরপর দুইবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন এর শ্রেষ্ঠত্ব অর্জনের ব্যাপারে সভাপতি এস এম নাহিয়ান বলেন, প্রতিটি অর্জন আমাদেরকে নতুন ভাবে আত্মবিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলে। জানার আগ্রহ এবং সংগঠন এ নিয়মিত অনুশীলন এর মাধ্যমেই আমাদের সদস্যরা এ বিষয়ে পারদর্শীতা অর্জন করেন।