২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৮

রাবিতে স্থগিত বাস্কেটবলের ফাইনাল আগামী ৩ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

গত ২৬ আগস্ট সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিমনেসিয়ামে অনুষ্ঠিত আন্তঃবিভাগ বাস্কেটবলের ফাইনাল খেলায় মুখোমুখি হয় রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগ। খেলা হাফ টাইম অতিবাহিত হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২১ পয়েন্ট ও প্রতিপক্ষ দল মার্কেটিং বিভাগ ১৯ পয়েন্ট অর্জন করে। কিন্তু খেলার এক পর্যায়ে স্লেজিংকে কেন্দ্র করে দুপক্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসির সামনেই সংঘর্ষে জড়ায়। 

এসময় চেয়ার ছুড়াছুঁড়ি ও ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে। অভূতপূর্ব এই কাণ্ডের জন্য স্থগিত হয় ম্যাচটি। তবে ম্যাচটি ঠিক যেখান থেকে স্থগিত হয়, সেখান থেকেই ৩ অক্টোবর দুপুর ৩টায় পুনরায় খেলার নির্দেশনা দিয়ে বিবৃতি দিয়েছে খেলাটির নিয়ন্ত্রক আন্তঃবিভাগ গেমস সাব-কমিটি। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সদস্য-সচিব মো. ওয়াহেদুন নবী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 
 
বিবৃতিতে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী, খেলাটি ৩য় কোয়াটারের ৩ মিনিট ও ৪র্থ কোয়াটারে ১০ মিনিট মোট ১৩ মিনিটে অনুষ্ঠিত হবে। খেলোয়াড় তালিকা, বল পজিশন, কোট পজিশন পূর্বের অবস্থায় থাকবে। খেলোয়াড় বাদে প্রত্যেক বিভাগের সকল শিক্ষকসহ ১০ জন ছাত্র সমর্থক জিমনেসিয়ামে প্রবেশ করতে পারবে। 

বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলাটি তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে ছাত্র দর্শকদের বাকবিতণ্ডার জেড়ে স্থগিত ঘোষণা করা হয়েছিল। সেই লক্ষ্যে আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সম্মানিত সভাপতি ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আলিমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক, মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় গৃহীত সিদ্ধান্তের ‍ভিত্তিতে ওই বিবৃতি দেয়া হয়।