জাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের নিবন্ধন শুরুর তারিখ ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনেটের ২৫ জন রেজিস্ট্যার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষে আগামী রবিবার (১ অক্টোবর) অনলাইনে নতুন রেজিস্ট্যার্ড গ্র্যাজুয়েট নিবন্ধন শুরু হবে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও রেজিস্ট্যার্ড গ্র্যাজুয়েট সেলের প্রধান সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় অ্যাক্ট এর ১৯ (১) (আই) ধারা অনুযায়ী সিনেটের ২৫ জন রেজিস্ট্যার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে এ সংক্রান্ত চতুর্থ সংবিধির (সংশোধিত) ১.৩ ধারামতে রেজিস্ট্যার্ড গ্র্যাজুয়েট সেলে নিবন্ধিত হওয়ার প্রক্রিয়া আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয় থেকে আবেদনের তারিখ হতে ৩ বছর আগে নিয়মিত স্নাতক, স্নাতক/এমফিল বা পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এতে ৩ বছরের জন্য নিবন্ধন ফি পাঁচশত টাকা ও আজীবন নিবন্ধন ফি এক হাজার টাকা করা হয়েছে। মোবাইল ব্যাংকিং সিস্টেমে ফি প্রদান করে ju-regigraduate.org এ প্রবেশ করে সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তবে নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে এখনও নির্ধারণ করা হয় নি বলে জানিয়েছেন সেলের প্রধান। সর্বশেষ ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সিনেটের রেজিস্ট্যার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।