২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৪

‘চবির ভিসি, প্রো-ভিসি উপর থেকে নাজিল হওয়া’

বক্তব্যে রাখছেন খন্দকার আলী আর রাজি  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি, প্রো-ভিসি থেকে শুরু করে বর্তমান প্রশাসন উপর থেকে নাজিল হওয়া বলে মন্তব্য করেছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আলী আর রাজি। 

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চবিতে সাংবাদিক মারধরের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ও চিটাগং ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্ক (সিইউজিএন) এর যৌথ মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। 

খন্দকার আলী আর রাজি বলেন, এ বছরে আমার বিভাগের মারজান আক্তার, দোস্ত মোহাম্মদ, মোশাররফ শাহসহ অনেক শিক্ষার্থী ছাত্রলীগের হামলার শিকার হয়েছে এবং হচ্ছে। আসলে এগুলো নিয়ে নিন্দা বা প্রতিবাদ জানানোর কিছু নেই। আমার মনে হয় প্রশাসনের কর্তাব্যক্তিরা সাংবাদিক মারধরে বরং খুশিই হয়। কারণ সাংবাদিকরা প্রশাসনের বিভিন্ন দুর্নীতি অনিয়মের কথা গণমাধ্যমে তুলে ধরেন। এসবের প্রধান কারণ হলো বর্তমান প্রশাসন। কেননা তারা উপর থেকে নাজিল হন। তারা আমাদের প্রতিনিধি না। তারা কোন স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসেন না। যেহেতু উপর থেকে নাজিল হন। তাদের নজর থাকে উপরকে সন্তুুষ্ট করা। 

তিনি বলেন, যারা ঝামেলা করতে পারে বা শক্তিবান অর্থাৎ ছাত্রলীগ। তাদের কোনভাবে মেনেজ করে ৪টা বছর পার করে দেওয়া। কোনো নূন্যতম দায় দায়িত্ব পালন করতে পারে না বা অনুভবও করে না। যে ঝামেলা করতে পারবে তাদের যা দেওয়ার তা দিয়ে দিবে। সুতরাং সাংবাদিক মারধর করাই তাদের লাভও হয়েছে। তাদের আরও মারুক, আরও মারুক যাতে আর না লেখে।

“যারা এখানে আছেন তারা একটা জনমত তৈরি করুন, যাতে সিনেটের মাধ্যমে আমরা ভিসি, প্রো-ভিসি পাই। আমি বলছি না যে তারা ব্যক্তিগত ভাবে অযোগ্য বা অদক্ষ। কিন্তু তারা উপর থেকে নাজিল হওয়ায় নানান খুপড়ি খুপড়ি জায়গায় ট্যাক্স দিয়ে চলতে হয়। আমরা চাইবো বিশ্ববিদ্যালয়ে যেন গণতন্ত্র ফিরে আসে। কেউ যাতে উপর থেকে নাজিল না হয়ে সিনেটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে।”