ঢাবির অধিভুক্ত কলেজে ভর্তিতে ‘প্রতারণা’, সতর্কতা কর্তৃপক্ষের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির সময় প্রতারণার বিষয়ে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রমে ব্যবহারের জন্য অফিস বা তার কোন কর্মকর্তা/কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, লিঙ্কড্ইন ইত্যাদি ব্যবহার করে না। ভর্তিবিষয়ক ওয়েবসাইট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংক একাউন্ট ব্যতীত অন্য কোনভাবে টাকা জমা নেয় না।
আরো পড়ুন: প্রথম মেধাতালিকায় অনিয়মের অভিযোগ, ভিত্তিহীন বলছে কর্তৃপক্ষ
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির যে কোনো ধরণের প্রচারণা বা লেনদেনের তথ্য নিশ্চিতভাবে একটি ‘প্রতারণামূলক’ কার্যক্রম। এ বিষয়ে সব শিক্ষার্থীকে সতর্ক থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো। শিক্ষার্থীরা সশরীরে হাজির হয়ে অথবা helpline@eis.du.ac.bd ইমেইলে যোগাযোগ করে তার সমস্যা সরাসরি জানাতে পারে।