ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তির নির্দেশনা প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে নির্দেশনা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় আগামী রোববারের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।
বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর সমন্বয়ক এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাক্রম ৫০০১ হতে যারা বিষয় মনোনয়ন পেয়েছে এবং অনলাইনে ফি পরিশোধ করেছে, তারা আগামী ১৭ সেপ্টেম্বরের (রোববার) মধ্যে নিম্নোক্ত কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট বিভাগ/ ইনস্টিটিউটে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
যেসব কাগপত্র লাগবে-
(ক) অনলাইন থেকে টাকা প্রাপ্তির রসিদ।
(খ) ডিন অফিস কর্তৃক Transcript Received সিলযুক্ত বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
(গ) এসএসসি ও এইচএসসি পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি (দুটি)।
(ঘ) এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি (দুটি)।
(ঙ) পাসপোর্ট সাইজের ছবি ৩ কপি।
(চ) অভিভাবকের বাৎসরিক আয়ের সনদপত্র যেকোনো গেজেটেড অফিসার/ওয়ার্ড কমিশনার/ইউনিয়নপরিষদের চেয়ারম্যান/কর্মরত প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত।
(ছ) শিক্ষার্থীর সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদ।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।