চবির শাটল দুর্ঘটনায় অন্তত ২৫ শিক্ষার্থী আহত

আহত এক শিক্ষার্থীকে ট্রেনের ছাদ থেকে নামানো হচ্ছে
আহত এক শিক্ষার্থীকে ট্রেনের ছাদ থেকে নামানো হচ্ছে  © সংগৃহীত

চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্টেনের দুর্ঘটনায় অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত শিক্ষার্থীরা শাটলের ছাঁদে অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার শাটল চৌধুরীহাট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাড়াও চবি কলেজের শিক্ষার্থীরা ছিলেন বলা জানা গেছে। 

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শহর থেকে ক্যাম্পাসগামী শাটল চৌধুরীহাট এলাকায় পৌঁছালে গাছের সাথে দুর্ঘটনা ঘটে। রেল লাইনের দুপাশে থাকা গাছের ঢালের সাথে লেগে এটি ঘটেছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। আমরা শিক্ষার্থীদের সহযোগিতার কাজে ব্যস্ত আছি। অ্যাম্বুলেন্স রেডি করেতেছি। পরে কথা বলবো।


সর্বশেষ সংবাদ