সিমাগো র্যাঙ্কিংয়ে ক্রমাগত পেছাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়
স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৩ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ৫৩৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৭তম।
তবে গতবছর এই প্রতিষ্ঠানটির র্যাংকিংয়ে রাবির অবস্থান ছিল ১২তম। তার আগে, ২০২১ সালে ছিল ১২তম, ২০২০ সালে ৬ষ্ঠ তম, ২০১৯ সালে ৫ম ও ২০১৮ সালে রাবির অবস্থান ছিল ৪র্থ। অর্থাৎ এই র্যাঙ্কিংয়ে ক্রমাগতভাবে রাবির অবস্থান পিছিয়েছে।
গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন- এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র্যাঙ্কিং (overall ranking) প্রকাশ করে থাকে। সার্বিক র্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবে ২০% ওয়েট দিয়ে থাকে।
সিমাগো ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩ অনুযায়ী গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১২তম, ২য় ও ২৬তম। আর এ তিনটি বিষয় মিলে রাবির সার্বিক অবস্থান দেশে ১৭তম। তবে ২০২২ সালে গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে রাবির অবস্থান ছিল দেশে যথাক্রমে ১০তম, ৪র্থ ও ২৯তম। এর মানে দাঁড়াচ্ছে, সামাজিক প্রভাবে রাবির পদোন্নতি ঘটলেও গবেষণায় ও উদ্ভাবনী আবিষ্কারে গতবছর থেকে বেশ পিছিয়ে পড়েছে।
গবেষণায় দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়
চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
অন্যদিকে সামাজিক প্রভাব বিবেচনায় দেশের সেরা পাঁচ বিশ্ববিদ্যালয় হল যথাক্রমে-ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।
আর উদ্ভাবন সূচকে দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয় হল যথাক্রমে-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সেকৃবি), সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে, ইসলামিক ইউনিভার্সিটি অভ টেকনোলজি, ব্রাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
আর সার্বিক বিবেচনায় (গবেষণা-৫০%, সামাজিক প্রভাব-২০% ও উদ্ভাবন-৩০%) সিমাগো র্যাঙ্কিং ২০২৩ অনুযায়ী দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয় হল-বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
এর আগে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর ২০২২-২৩ শিক্ষাবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নের ফলাফলে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাবির অবস্থান ছিল ৩৪তম। যা খুবই নাজুক অবস্থানই বলা যায়।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, এভাবে ক্রমাগতভাবে পিছিয়ে পড়াটা সত্যিই দুঃখজনক। আমরা যতটুকু উদ্যোগ নিয়েছি তাতে গবেষণাটা উন্নতি হওয়ার কথা। কারণ কীভাবে গবেষণা হচ্ছে, কীভাবে একটি গবেষণা পাবলিশড করতে হবে তা আমরা দেখছি।
তিনি আরও বলেন, আমরা গবেষণায় বাজেট এনে দিচ্ছি। তবে যারা উন্নত বিশ্বের ভালো ভালো ল্যাবে কাজ করছে তাঁরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন ব্যবহার করেনি। তবে আমরা উদ্যোগ নিয়ে তাঁদেরকে জানিয়েছি কোনোভাবেই যেন বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন বাদ না পড়ে। কারণ তাঁরা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন যোগ না করলে বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে পিছিয়ে যাবে।
তিনি আরও বলেন, উদ্ভাবনে আমরা আসলেই একটু পিছিয়ে আছি। এটা সত্য। কারণ যেভাবে এগিয়ে যাওয়ার কথা আমরা সেভাবে এগিয়ে যেতে পারেনি। তবে আমরা চেষ্টা করছি।