প্রভোস্টের পদত্যাগ দাবিতে চবির হলে তালা ছাত্রলীগের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে তালা দিয়েছে আবাসিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় হলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে তালা দেয় তারা। আলাওল হলে অবস্থান করেন শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের একটি অংশ। দলীয় দাবিদাওয়া আদায় করতে না পারায় হলে তালা ঝুলিয়েছে দাবি হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলমের।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা প্রভোস্টের পদত্যাগ চাই। হলের প্রভোস্ট নিয়মিত হলে আসেন না। বিভিন্ন সমস্যায় আমরা ভোগান্তি পোহাচ্ছি নিয়মিত। কিন্তু হল প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই আমরা হলে তালা দিয়েছি। হলের পানির সমস্যা, টয়লেট অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন থাকে। কারো কোনো জবাবদিহিতা নাই।
আরও পড়ুন: চূড়ান্ত সুপারিশ নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
এবিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ছাত্রলীগের কিছু কর্মী বহিষ্কার হয়েছিল। তবে বিজয় গ্রুপটি তাদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার দাবি জানায়৷ আজকে ওই কমিটির মিটিং হয়েছে বিকালে। কিন্তু বহিষ্কার বহাল রাখার সিদ্ধান্ত হইছে। এই ইস্যুতেই মূলত আলাওলে তালা দিয়েছে তারা।