ঢালাই অবস্থাতেই ধসে পড়লো জাবির নির্মাণাধীন মসজিদের ছাদ
ঢালাই চলমান অবস্থায়ই ধসে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত ও আ. ফ. ম. কামালউদ্দিন হল-সংলগ্ন নির্মাণাধীন মসজিদের ছাদ। শনিবার (১৯ আগস্ট) সকালে এই ভবনে ঢালাইয়ের কাজ শুরু হলে এর কিছুক্ষণ পরেই ধসের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কংক্রিট মিক্সার ঢালাইয়ের পর ভাইব্রেট করতে গেলে ধসে পড়ে ছাদের পশ্চিম ও দক্ষিণ পাশের শাটারিং। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং এই দুই হলের প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্টরা। এসময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে কাজ বন্ধ করা হয়।
কংক্রিট ঢালাইয়ের পর ভাইব্রেট করার সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নির্মাণ শ্রমিক মো. জামাল। বৃষ্টির কারণে শাটারিংয়ের কাজ ড্যামেজ হওয়ার কারণে এটি কংক্রিটের ভার নিতে পারেনি বলেও জানান এই নির্মাণ শ্রমিক।
আরও পড়ুনঃ চবিতে সাপের ছোবলে আহত শিক্ষার্থী
মসজিদটির ঠিকাদার প্রতিষ্ঠান ফরমিলা আক্তার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দাইয়ান বিন শাহজাহান বলেন, তাৎক্ষণিক এক বৈঠকে সম্পূর্ণ ছাদের শাটারিং খুলে আবার নতুন করে লাগানোর সিদ্ধান্ত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী ও মসজিদ তদারক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ‘সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দুই হলের প্রাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে আমাদের বৈঠক হয়। এতে পুরো ছাদের শাটারিং খুলে নতুন করে লাগানোর সিদ্ধান্ত হয়েছে। এর পর কাজ শুরুর করার কথা বলা হয়েছে।
ছাদ ধসে পড়ার বিষয়ে তিনি জানান, শাটারিং করার পর টানা ১০ দিন বৃষ্টি হওয়াতে পানি জমে কাঠ ভিজে গেছে। এছাড়া পেরেকের সঙ্গে কাঠের জোড়া লাগানো অংশ ফাঁকা হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হয়েছে, যার ফলে এই ঘটনা ঘটেছে।
উপাচার্যসহ ধসে পড়া ছাদ পরিদর্শন করে আবার নতুন করে কাজ শুরু করতে বলা হয়েছে বলে জানিয়েছেন আ.ফ.ম. কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ আ স ম ফিরোজ উল হাসান।