১৭ আগস্ট ২০২৩, ১৮:০১

কমিটি বিলুপ্তির দাবিতে চবির গেটে তালা ছাত্রলীগের

প্রধান ফটকে তালা ঝুঁলিয়ে আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা  © টিডিসি ফটো

কমিটি বিলুপ্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটকে তালা লাগিয়েছে শাখা ছাত্রলীগ। এতে বিশ্ববিদ্যালয়ের দুটি উপ-গ্রুপ অংশ নিয়েছেন। একটি বিজয় অন্যটি ভিএক্স। এসময় তারা ‘দাবি মোদের একটাই, নতুন করে কমিটি চাই’ এবং ‘অবৈধ কমিটি নিপাত যাক, ছাত্রলীগ মুক্তিপাক’ স্লোগানে দাবি তোলেন। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় চবির গেটে তালা লাগিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের দাবি, বর্তমান কমিটি চার বছর যাবৎ চলছে। যা মেয়াদোত্তীর্ণ। এছাড়াও এ কমিটি নিয়ে রয়েছে নানান বিতর্ক। কমিটিতে পদ বাণিজ্য, অছাত্র এবং নিষ্ক্রিয়দের অবস্থান থাকলেও ত্যাগীরা বঞ্চিত হয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কর্মীরা গেইটে আগুন জ্বালিয়ে দিয়ে অবস্থান করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ এখনও ঘটনাস্থলে উপস্থিত হননি।

প্রধান ফটকে তালা ঝুলিয়ে ও সড়কে আগুন জ্বালিয়ে আন্দোলনে চবি ছাত্রলীগের দু’টি গ্রুপ

এ বিষয়ে আন্দোলনকারী শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, আমরা শাখা ছাত্রলীগের সভাপতিকে আরও আগেই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এ কমিটি শুরু থেকে নানাভাবে বিতর্কিত। এর মধ্যে ছাত্রদলের লোকজন ক্যাম্পাসে এসে মিছিল করে গেছে অথচ শাখা ছাত্রলীগের শীর্ষ নেতারা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

তিনি বলেন, এছাড়া এক বছরের জন্য গঠিত কমিটি ইতোমধ্যে চার বছর হয়ে গেছে। এসব কিছু মিলিয়ে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে চবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ১৪ জুলাই রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চবি ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। দ্রুত সময়ের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। 

কিন্তু দুই সদস্যের কমিটিই তিন বছর পার করে দেয়; যদিও কমিটির মেয়াদ এক বছর। আর তিন বছর পর এসে গত বছরের আগস্টে ৩৭৫ সদস্য দিয়ে কমিটি পূর্ণাঙ্গ করা হয়। তবে এর পরের দিনই ঘোষিত কমিটিতে পদ বাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগে এনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ।