১২ আগস্ট ২০২৩, ১৯:৫২

চবি ক্যাম্পাস থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

সাপটির ওজন ১৪ কেজির মতো হবে  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ১৪ কেজি। আজ শনিবার (১২ আগস্ট) বিকেলে ক্যাম্পাসের জোবরা গ্রামের চাঁদ বকসের বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের গবেষক রফিকুল ইসলাম। পরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পেছনের জনমানবহীন একটি পাহাড়ে সাপটি অবমুক্ত করা হয়।

উদ্ধারকারী রফিকুল ইসলাম বলেন, সাপটি বার্মিজ প্রজাতির পাইথন বা অজগর। এটি প্রায় ১০ ফুট লম্বা হবে, ওজন ১৪ কেজির মতো। গতকাল শুক্রবার দুপুরের দিকে চাঁদ বকসের বাড়িতে ঢুকে পড়ে। তারা আমাদের জানায় বিশাল সাপটি একটি গাছের ওপর আছে। সাপটি বাড়ির আঙিনায় নামলে আমরা খবর দিতে বলি। পরে আজ বিকেলে আমাদের খবর দিলে উদ্ধার করি।

তিনি বলেন, অজগর বিষধর না। অজগর নিয়ে অনেক কুসংস্কার আছে। এদের নিঃশ্বাস লাগলে নাকি শরীর পচে যায়। এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

রফিকুল আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়বেষ্টিত। এটি অজগর সাপের আদর্শ স্থান। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে কোনো ক্ষতি করে না।