ঢাবি সিএসই বিভাগের মাস্টার্সে ‘ইনফরমেশন এন্ড সাইবার সিকিউরিটি’ কোর্স চালু
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে (সিএসই) ‘প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন এন্ড সাইবার সিকিউরিটি’ কোর্স চালু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। স্বাগত বক্তব্য রাখেন এই কোর্সের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবদুর রাজ্জাক।
আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছের আসন শূন্য, ডাকা হলো ভর্তিচ্ছুদের
দেশের সাইবার স্পেস সুরক্ষিত করার জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলাই এই কোর্সটির লক্ষ্য। বিভাগটি এই পেশাদার মাস্টার্স প্রোগ্রামটি কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন পেশাদারদের জন্য অফার করবে। একাডেমিক ও প্রশাসনিক খরচের কোনো অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভাগ বহন করবে না। বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত প্রোগ্রাম গাইডলাইন অনুযায়ী শিক্ষার্থীদের সকল আর্থিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা হবে।