৩১ জুলাই ২০২৩, ১০:০৫

ফুটবলে ঢাবির ৮৩ বিভাগের মধ্যে সেরা সমাজবিজ্ঞান

ঢাবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ। রানারআপ হয়েছে ফলিত গণিত বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সোমবার (৩০ জুলাই) কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সমাজবিজ্ঞান বিভাগ ও ফলিত গণিত বিভাগের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সমাজবিজ্ঞান বিভাগ ফলিত গণিত বিভাগকে টাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, পরিচালক মো. শাহজাহান আলী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এ প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এ প্রতিযোগিতা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ফলে খেলাধুলায় শিক্ষার্থীরা আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হবে। পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম বিশেষ করে খেলাধুলায় ব্যাপকভাবে অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানান।  

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮৩টি ফুটবল টিম অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের গোলকিপার আকাশ।