৩০ জুলাই ২০২৩, ১৮:৫৭

৮ আগস্ট চালু হবে চবি’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল আগামী ৮ আগস্ট ছাত্রীদের আবাসনের জন্য খুলে দেওয়া হবে জানালেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এদিন ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন। 

রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৫তম সিনেট সভায় সিনেট সদস্য ড. মোহাম্মদ ওমর ফারুকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: বিদেশে পড়া শেষে দেশে না ফেরার প্রবণতা বাড়ছে কুবি শিক্ষকদের

উপাচার্য বলেন, আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে তার নামে নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল খুলে দেওয়া হবে। ৮ আগস্টের পর থেকে এ হলে ছাত্রীদের আসন বরাদ্দ দেয়া হবে।

দুই বছর আগে, ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উদ্বোধন করা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। উদ্বোধনের প্রায় ২ বছর হয়ে গেলেও এখন এখন পর্যন্ত চালু হয়নি এ হলটি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৬ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ হলের নির্মাণকাজ শেষ হয় গত বছরের সেপ্টেম্বর মাসে। ২৮ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলের উদ্বোধন করেন। এই হলে ৩১২ জন ছাত্রীর আবাসনের সুবিধা রয়েছে।