৩০ জুলাই ২০২৩, ১২:১৭
ঢাবির অটো মাইগ্রেশন ফি জমা দেওয়া সময় বাড়ল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের অটো মাইগ্রেশন চালু/বন্ধ রাখার ফি জমার সময় বাড়ানো হয়েছে। আজ রোববার (৩০ জুলাই) বেলা ৩টা পর্যন্তে দেওয়া যাবে।
আগামী সোমবার চতুর্থ মনোনয়ন ও মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হবে বলে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ বিভ্রাটের কারণে অটো মাইগ্রেশন চালু/বন্ধ রাখার ফি জমার তারিখ ২৯ জুলাই থেকে ৩০ জুলাই বেলা ৩টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল ইউনিটের চতুর্থ ধাপের মনোনয়ন/মাইগ্রেশন আগামী সোমবার (৩১ জুলাই) বিকালে প্রকাশ করা হবে।