২৯ জুলাই ২০২৩, ২০:৫৭
উপাচার্যের মায়ের মৃত্যুতে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শোক
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর মাতা নূরজাহান আক্তার বানু ২৯ জুলাই ২০২৩ (শনিবার) বিকাল ৩:৩০ টায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, বেসরকারি হামদর্দ বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু করে। বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, কলা ও সমাজবিজ্ঞান এবং ব্যবসায় প্রশাসন এই তিনটি অনুষদের অধীনে ৭টি বিভাগ রয়েছে।[