ঢাবিতে প্রথমবারের মতো চালু হলো বায়োমেট্রিক হাজিরা
স্মার্ট বাংলাদেশ ধারণাকে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে বিশ্ববিদ্যালয়ের প্রথম বায়োমেট্রিক এটেনডেন্স (হাজিরা) ডিভাইস স্থাপন করা হয়েছে। আজ সোমবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এর উদ্বোধন করেন।
উদ্বোধনকালে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো বিভাগে এ পদ্ধতি নেই। প্রযুক্তি এবং জ্ঞানের সমন্বয় যারা ঘটাতে পারবে, তারাই স্মার্ট দেশ বিনির্মাণে বেশি ভূমিকা রাখতে পারবে। এদিক দিয়ে পালি এণ্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ স্মার্ট বিভাগ হিসেবে এক ধাপ এগিয়ে গেল বলে মনে করি।
তিনি বলেন, এ ডিভাইস ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে চেতনাবোধ জাগ্রত হবে এবং শিক্ষার্থীদের শৃঙ্খলার দিকটি বিশেষভাবে চলে আসবে। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, আজ পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ কলা অনুষদে একটি নতুন মাত্রা যোগ করেছে। তারা যে সুন্দর ব্যবস্থা সংযোজন করেছে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নতুন ইতিহাস। আমরা এ ধরনের নতুন নতুন প্রযুক্তির মধ্য দিয়ে নতুন জয়যাত্রায় শামিল হবো এবং স্মার্ট দেশ গড়তে এগিয়ে যাব।
এ সময় বিভাগের চেয়ারম্যান ড. নিরু বড়ুয়া, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, লেকচারার ড. রত্না রানী দাস, রোমানা পাপড়িসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।