২৩ জুলাই ২০২৩, ০৯:০১

ঢাবির কলা ইউনিটের সাক্ষাৎকার শেষ আজ, শূন্য আসনে ভর্তি কীভাবে?

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার আজ রোববার (২৩ জুলাই) শেষ হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে এ সাক্ষাৎকার সন্ধ্যা পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, কলা ইউনিটের সাক্ষাৎকারের জন্য অনুষদের সভাকক্ষে ১ থেকে বিষয় মনোনয়নপ্রাপ্ত শেষ শিক্ষার্থীদের ডাকা হয়েছে। আজ বিজ্ঞানের ১ থেকে ১৮০২ পর্যন্ত বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থী ও ব্যবসায় শিক্ষার ১ থেকে ৩৫২ মেধাক্রমধারীদের ডাকা হয়েছে। 

 এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী মনোনয়নে একজন মাইগ্রেশনপ্রার্থী বর্তমানে যে বিষয়ের মনোনয়ন পেয়েছে সেটি অথবা আসন শুণ্য থাকা সাপেক্ষে পছন্দক্রমের পূর্বের কোন বিষয়ের জন্য মনোনীত হবে। তবে, অন্য আসনে মনোনয়ন পেলে তার বর্তমান বিষয়ে মনোনয়নটি বাতিল হবে এবং সেখানে অন্য শিক্ষার্থীকে মনোনয়ন দেয়া হবে।

কোনভাবেই একটি মনোনীত বিষয়ের পিছনের কোন বিষয়ে মনোনয়ন প্রত্যাশা করা যাবে না। শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময়সূচী সংশ্লিষ্ট ভর্তির ইউনিট অনলাইনে প্রকাশ করবে। উক্ত সময়সূচীতে উল্লিখিত মেধাক্রমের যে সব ভর্তিচ্ছু সাক্ষাৎকারের নির্ধারিত তারিখ পর্যন্ত কোন মনোনীত বিষয় পাবে না তারা মূল কাগজপত্রসহ অবশ্যই নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট ইউনিটে হাজির হয়ে কাগজপত্র জমা দেবে।

পরবর্তীতে তারা বিষয় মনোনয়ন পেলে অনলাইনে টাকা জমা দিয়ে নিশ্চিত করবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।