১৩ জুলাই ২০২৩, ০৮:৫১

মশা ঠেকাতে উপাচার্যকে চিঠি দিলেন চবি শিক্ষকেরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসকে মশামুক্ত নিরাপদ করতে কর্মসূচি গ্রহণের অনুরোধ জানিয়েছেন শিক্ষকেরা। উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার বরাবর এ বিষয়ে চিঠি দিয়েছে শিক্ষক সমিতি। সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এ অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি চবির উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদকেও দেওয়া হয়েছে।

চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক স্বাক্ষরিত বুধবার দেওয়া  চিঠিতে বলা হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতিদিন অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মারা যাচ্ছে।

ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অনুষদ এবং আশেপাশে জমে থাকা বৃষ্টির পানি এডিস মশার প্রজনন ও বিস্তারকে ঝুঁকিপূর্ণভাবে বাড়িয়েছে উল্লেখ করে বলা হয়েছে, প্রশাসনের কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জোরালো প্রত্যাশা ক্যাম্পাস এবং আবাসিক হলে ছাত্র-ছাত্রীরা ফিরে আসার আগেই ক্যাম্পাসকে পূর্ণভাবে ডেঙ্গুর প্রভাবমুক্ত করতে এডিস মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হোক। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে অনুরোধ জানান তারা।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, প্রায় ২০ দিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় আবাসিক হলে পানি জমে আছে। দেশে মশার প্রাদুর্ভাব ঘটছে। রোববার থেকে বিশ্ববিদ্যালয় খুলছে। শিক্ষার্থীরা যাতে আক্রান্ত না হয়, সেজন্য পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন তারা।