১২ জুলাই ২০২৩, ২০:৪৮

চবিতে মুদি দোকানে চুরির অভিযোগ

চবি  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হল সংলগ্ন ‘মা বাবা স্টোর’ নামে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে।সোমবার (১০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। 

এতে আনুমানিক ২০ হাজার টাকার মালামাল চুরি ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক আক্তার হোসাইন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। ভুক্তভোগী আক্তার হোসেন বলেন, সকালে দোকান খোলার পর বুঝতে পারি যে আমার দোকানে চুরি হয়েছে। চোর দোকানের পেছনের অংশের টিনের বেড়া কেটে প্রবেশ করেছিল। এসময় তারা ২ বস্তা আলু, ৩ বস্তা পেঁয়াজ ও ৩ টি গ্যাসের সিলিন্ডার নিয়ে যায়। এতে আমার আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: মেডিকেলের ক্লাস শুরু ২৩ জুলাই

তিনি আরও বলেন, ওরা দোকানের মূল অংশেও প্রবেশের চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তালায় আঘাতের চিহ্ন দেখে আমি তা বুঝতে পেরেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি খোঁজখবর নিয়ে বের করার চেষ্টা করছি।

এ ঘটনায় আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দেবেন বলে জানিয়েছেন দোকান মালিক আক্তার হোসেন। এছাড়াও একই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাগুলোর একাধিক বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।