১২ জুলাই ২০২৩, ২০:৩২

ডেঙ্গু প্রতিরোধে চবিতে উত্তরণের মাইকিং

  © সংগৃহীত

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় তা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীদের সংগঠন উত্তরণ। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন হতে প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসবাসরত লোকজনকে সর্তক করে মাইকিং করেছে সংগঠনটির সদস্যরা। 

মঙ্গলবার (১১জুলাই) উত্তরণের পক্ষ হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের আবাসিক এলাকাগুলোর বাসিন্দাদের উদ্দেশ্য মাইকিং করে ডেঙ্গু  প্রতিরোধে সর্তক  হতে বলা হয়।

এসময় বাড়ির ছাদ ও আশেপাশে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ার জন্য আহ্বান করে উত্তরণ। ঝোঁপঝাড় পরিষ্কার করে এডিস মশার বংশ বিস্তার রোধ করতে এতে বার্তা দেওয়া হয়। ঘুমানোর আগে মশারি ব্যবহার করতে সর্তক করা হয়। এছাড়া ডেঙ্গু রোগের লক্ষণ দেখা গেলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন: ৩টি ব্রোঞ্জ ও ২টি সম্মানজনক স্বীকৃতি বাংলাদেশের

ডেঙ্গু প্রতিরোধে উত্তরণের সচেতনতামূলক কর্মসূচি নিয়ে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম বলেন, মহামারীর দিকে ধাবিত হওয়ার পথে ডেঙ্গু। এবার হাসপাতালে এত বেশি পরিমাণ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলো সেবা দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধ করার জন্য প্রতিটি পাড়া মহল্লা শহর থেকে সচেতনতা তৈরি কাজ শুরু করতে হবে। কারণ সবাই সচেতন না হলে কারো একার পক্ষে ডেঙ্গু দূর করা সম্ভব নয়। আমার প্রত্যাশা বাংলাদেশের প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে এগিয়ে আসবে। প্রতিটি প্রতিষ্ঠান মসজিদ মন্দির গির্জা প্যাগোডা থেকে মানুষকে সচেতন করতে হবে।

সংগঠনটির সমন্বয়ক জাহিদ হাসান বলেন, ক্যাম্পাসের বেশিরভাগ ছাত্রই হল ও কটেজে থাকেন। হল,কটেজগুলার অবস্থা জীর্ণশীর্ণ হওয়ায় উৎপাদন হচ্ছে প্রচুর মশা। আর এই মশার কামড়েই ছড়াচ্ছে ডেঙ্গু। কিন্তু শিক্ষার্থীরা কেউই ডেঙ্গু নিয়ে তেমনটা সচেতন নয়। অপরদিকে দেশে ডেঙ্গু ধারণ করেছে তার ভয়ানক রূপ। সবাইকে সচেতন করতেই আমাদের এই প্রচারণা কার্যক্রম।