তায়কোয়ান্দোতে ডিগ্রি নিতে দক্ষিণ কোরিয়া গেলেন রাবির চঞ্চল
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৬:১৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৩, ০৬:২৯ PM
তায়কোয়ান্দো নিয়ে আন্তর্জাতিক মাস্টার অ্যান্ড পুম/ড্যান এক্সামিনার কোর্স- ২০২৩ এ অংশ নিতে দক্ষিণ কোরিয়া গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শরীরচর্চা বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান চঞ্চল। মঙ্গলবার (৪ জুলাই) রাতে তিনি কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেন।
দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা তায়কোয়ান্দো। কোরিয়াতেই এর সর্বাধিক চর্চা হয়। কোরিয়ার খিয়ংহি বিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো প্রমোশন ফাউন্ডেশন স্কলারশিপ দেয়। ২০০৬ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে কামরুজ্জামান চঞ্চল তায়কোয়ান্দোর উপর ডিপ্লোমা করেছেন।
আরো পড়ুনঃ মাদ্রাসায় উপাধ্যক্ষ নিয়োগের শর্ত শিথিল হচ্ছে
পরবর্তীতে দীর্ঘদিন ধরে তায়কোয়ান্দো নিয়ে কাজ করেছেন চঞ্চল। তিনি কোরিয়া ফাউন্ডেশন কর্তৃক স্কলারশিপের অধীনে সগাং বিশ্ববিদ্যালয় থেকে ১ বছর মেয়াদি ভাষা শিক্ষা কোর্স করে কোরিয়ান ভাষাও আয়ত্ব করেছেন।
কামরুজ্জামান চঞ্চল ‘ইন্ডিয়া কাপ ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশ থেকে প্রথমবারের মত রেফারি হিসেবে নিয়োগ পান। তিনি ২০২২ সালের ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। এতে 'বেস্ট রেফারি অ্যাওয়ার্ড' পেয়েছিলেন চঞ্চল।
এছাড়া ২৪ ডিসেম্বর দিল্লির তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতা এবং ২৯ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত পাঞ্জাবের অরমৃতসরে ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়েন্দো চ্যাম্পিয়নশিপেও তিনি রেফারির দায়িত্ব পালন করেন।
চঞ্চল এ খেলায় অংশ নিয়ে দেশি-বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি নানা পদক এবং পুরস্কারও জিতেছেন। তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে ব্রোঞ্জ পদক পান কোরিয়ার তায়কোয়ান্দো প্রতিযোগিতায়। এই খেলার আন্তর্জাতিক স্বীকৃতি স্বরূপ ‘কুকিওয়ান থার্ড ড্যান’ সনদপত্রও রয়েছে তাঁর অর্জনে।
এ বিষয়ে আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করে কামরুজ্জামান চঞ্চল বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল দেশে তায়কোয়ান্দো বিকাশের জন্য কুক্কিওয়ান’র পক্ষ থেকে আন্তর্জাতিক মাস্টার কোর্স করব। অবশেষে সে সুযোগটি আমি পেয়েছি। এ বিষয়ে বিশ্ব তায়কোয়ান্দো অ্যাকাডেমির সভাপতি স্বাক্ষরিত একটি কনফার্মেশন লেটারও পেয়েছি। আগামী ৭ জুলাই থেকে আমি কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংনাম নামক স্থানে অবস্থিত কুক্কিওয়ানে তায়কোয়ান্দোর আন্তর্জাতিক মাস্টার কোর্সের প্রশিক্ষণে অংশগ্রহণ করব।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ শেষে ১৩ ও ১৪ জুলাই আমার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে আমি তায়কোয়ান্দোতে আন্তর্জাতিক স্বীকৃতি পাবো। এর পর ১৮ জুলাই আমি দেশে ফিরে আসব।
উল্লেখ্য, রাবি থেকে তিনিই প্রথম এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। ‘তায়কোয়ান্দো’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের সিলেবাস অন্তর্ভুক্ত কোর্স।