২৪ জুন ২০২৩, ২০:০১

জাবির সিনেটে ‘বঙ্গবন্ধু স্কয়ার’ নির্মাণের আশ্বাস উপাচার্যের

বক্তব্য রাখছেন অধ্যাপক মো. নূরুল আলম  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুরাতন পরিবহন চত্বরে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণের আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। 

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ৪০তম সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে পুরাতন পরিবহন চত্বরে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণের পরিকল্পনা করছি। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু স্কয়ার পরিদর্শনে নতুন প্রজন্মের সবার ভেতর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম এবং তাঁর দর্শন সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি পাবে।

বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগকে অনুষদে রূপান্তর করা সহ সরকারের অনুমোদন সাপেক্ষে সিএসই এবং আইআইটি নিয়ে সময়োপযোগী আরও কয়েকটি বিভাগের সমন্বয়ে প্রকৌশল অনুষদ নামে নতুন একটি অনুষদ চালু করার কথাও জানান তিনি। 

এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।