২৩ জুন ২০২৩, ২১:২৮

কাল জাবির সিনেটে উঠছে ২৯৪ কোটি টাকার বাজেট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪০তম বার্ষিক সিনেট অধিবেশন। এতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২৯৪ কোটি ১৬ লাখ টাকার মূল বাজেট উত্থাপিত হবে। আগামীকাল শনিবার (২৪ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ অধিবেশন শুরু হবে।

অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য বাজেট উপস্থাপন করবেন। উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এ অধিবেশনে সভাপতিত্ব করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, জাবির ৪০ তম বার্ষিক সিনেট অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের পরিমাণ ২৯৪ কোটি ১৬ লাখ টাকা। গত (২০২২-২৩) অর্থবছরে বাজেট ছিল ২৭৯ কোটি ১৩ লাখ টাকা। সে হিসেবে এবার বাজেটের পরিমাণ বেড়েছে ১৫ কোটি ৩০ হাজার টাকা।

আরও পড়ুন: বাজেটে বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির হার

অধিবেশনে উপাচার্যের অভিভাষণ এবং কোষাধ্যক্ষের উপস্থাপিত বাজেট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে সিনেটররা আলোচনায় অংশগ্রহণ করবেন।