২২ জুন ২০২৩, ১৪:২২

ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করল ছাত্রলীগ

ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করলেন ছাত্রলীগ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (ডুজা) নেতৃবৃন্দের সাথে ছাত্রলীগের ঢাবি সভাপতি সেক্রেটারি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ছাত্রলীগের সাথে সমিতির ঐতিহ্যগত সম্পর্ক অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের সমিতির নিজস্ব কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। 

সাক্ষাৎকালে ছাত্রলীগের সেক্রেটারি তানভীর হাসান সৈকত বলেন, প্রথমেই আমি সবাইকে ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা সবাই জানি দেশের অন্যতম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উদাহরণ ঢাবির সাংবাদিকরা। তারা দেশের রোল মডেল, ন্যায় সত্যের সাথে আপোষহীন, ও শিক্ষার্থীদের সার্বিক অধিকারে তারা কলমের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে থাকে। আমরা চাইবো সমিতির নেতৃবৃন্দ ও সকল সদস্যরা পূর্বের ধারাবাহিকতা রক্ষা করে, দেশের স্বাধীনতার পক্ষে থেকে দেশের সাধারণ মানুষের ও শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে।

ছাত্রলীগের ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, আমি নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আমরা দেখেছি শিক্ষার সুন্দর পরিবেশ রক্ষা, ছাত্রদের অধিকার রক্ষা থেকে শুরু করে একাডেমিক মানোন্নয়ন, ছাত্র রাজনীতির নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সহ সবাই যেনো সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেক্ষেত্রে তারা নিরলস কাজ করে যাচ্ছে।

এমনকি আমাদের কখনো কোন ভুল হলেও তারা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কোন পথটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব। অতীতে এই সমিতি সবসময়ই শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাল হিসেবে দাঁড়িয়েছে, সকল যুগপৎ আন্দোলনে কাজ করেছে এবং সামনেও করে যাবে বলে আমাদের বিশ্বাস। 

আরও পড়ুন: চবিতে সাংবাদিককে মারধর: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ছাত্রলীগ  

সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি আল সাদী ভূঁইয়া বলেন, আজকে সমিতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসা ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি সহ সবাইকে সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা ক্যাম্পাসের সর্ববৃহৎ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো। ঐতিহ্যগত ভাবে আমাদের সাথে ছাত্রলীগের যেই সম্পর্ক ছিলো সেটা বহাল থাকবে। শিক্ষার্থীদের সকল প্রয়োজনে, সকল চাওয়া পাওয়ায় আমরা সাংবাদিক সমিতি সবার পাশে থাকবো। 

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মাহীর সঞ্চালনায় সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি রাসেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসিমুল হুদা, অর্থ সম্পাদক ইমদাদুল আজাদ, দপ্তর সম্পাদক জাফর আলী, কার্যনির্বাহী সদস্য সিদ্দিক ফারুক, খালেদ মাহমুদ,  হাসান আলী সহ সমিতির অন্যান্য সদস্য ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা