২১ জুন ২০২৩, ২০:৩৮

পরীক্ষার বাকী পাঁচ মিনিট, ভর্তিচ্ছুদের নিয়ে ছুটছেন নাবিলা

এক পরীক্ষার্থীকে বাইকে করে হলে পৌঁছে দিচ্ছেন নাবিলা  © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাস থেকে নেমেই উদ্বেগ-উৎকণ্ঠায় এদিক ওদিক ছোটাছুটি। চোখে-মুখে চিন্তার ছাপ। পরীক্ষার কেন্দ্র পুরাতন কলা ভবন। পরীক্ষা শুরুর আর মাত্র ৫ মিনিট বাকী। পরীক্ষায় বসতে না পারার শঙ্কায় আচ্ছন্ন লামিয়া (ছদ্দ নাম) নামের এক ভর্তিচ্ছুর। হঠাৎ সেই সময় বাইক নিয়ে হাজির নাবিলা খায়ের। লামিয়াকে যথা সময়ে পৌঁছে দেন পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষায় আগত ভর্তিচ্ছুদের সহায়তায় শুধু নাবিলা নয়; রয়েছে আরও বেশ কয়েকজন।

গত চার দিনব্যাপী চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছুদের সহযোগিতায় ভিন্ন পন্থায় এগিয়ে এসেছে জাবি ছাত্র ইউনিয়ন। ভর্তিচ্ছেুদের পরীক্ষার হলে পৌঁছে দিতে ‘শহীদ তাজুল বাইক সার্ভিস’ নিয়ে এগিয়ে এসেছে সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে জানা গেছে, পরীক্ষা কেন্দ্রের এলাকা বেশ বড় হওয়ায় ভর্তি পরীক্ষা দিতে এসে বেশ বেগ পেতে হয় ভর্তিচ্ছুদের। প্রায়শই দেরি হওয়ায় কিছু সংখ্যক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে পারেন না। পরীক্ষার্থীদের এই সংকট নিরসনে বাইক সার্ভিসের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ভর্তিচ্ছুদের স্ব স্ব কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন জাবি ছাত্র ইউনিয়নের কর্মীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দেরিতে আসা ভর্তিচ্ছুদের কেন্দ্রে পৌঁছে দিতে অপেক্ষায় আছে ছাত্র ইউনিয়ন কর্মীরা। তাঁবুতে ভর্তিচ্ছুদের সঙ্গে আসা অভিভাবকরা বিশ্রাম নিচ্ছেন।

ফরিদপুর থেকে আসা এক ভর্তিচ্ছুর অভিভাবক সানজিদা বেগম বলেন, মেয়ের পরীক্ষা চলছে। এই সময়টায় ছাত্র ইউনিয়নের অভিভাবক তাঁবুতে এসে অবস্থান নিয়েছি। তাদের এই কাজ প্রশংসার দাবিদার'।

শহীদ তাজুল বাইক সার্ভিস নিয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ক্রীড়া সম্পাদক নাবিলা খায়ের বলেন, অনেক ভর্তিচ্ছু রয়েছে যারা প্রায়ই নানা সমস্যার কারণে কেন্দ্রে পৌঁছাতে দেরি করে। আবার অনেকে আগে আসলেও অপরিচিত জায়গা হওয়ায় কেন্দ্র হারিয়ে ফেলে। তাদের সহায়তা করতে আমরা এই বাইক সার্ভিস চালু করেছি। এর মাধ্যমে ভর্তিচ্ছুদের দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আমরা ভর্তিচ্ছুদের সহযোগীতায় সর্বদা সচেষ্ট আছি। 

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও জাবি সংসদ ছাত্র ইউনিয়ন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় সর্বাত্মক কর্মসূচি হাতে নিয়েছে। ভর্তিচ্ছুদের টেন্ট সুবিধাসহ অন্তিম মূহুর্তে আসা পরীক্ষার্থীদের জন্য এবারও 'শহীদ তাজুল বাইক সার্ভিস' চালু রাখা  হয়েছে। এছাড়া তাদের আবাসন ব্যবস্থায়ও যথাসাধ্য চেষ্টা করছে ছাত্র ইউনিয়ন।

উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ১৮ জুন থেকে শুরু হয়েছে। যা আগামীকাল ২২ জুন জীববিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের বাকী দিনের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে।