১৭ জুন ২০২৩, ১২:০৫

স্বচ্ছতা ও গুণগতমান বজায় রেখে ভর্তি পরীক্ষা হচ্ছে: ঢাবি উপাচার্য

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও গুণগত মান বজায় আছে। পরিবেশ ও প্রশ্নের গুণগতমান নিয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইডেন মহিলা কলেজে সরকারি সাত কলেজের ‘বিজ্ঞান ইউনিট’র আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (১৭ জুন) বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষা ১২টায় শেষ হয়। 

সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে সবগুলো কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, অত্যন্ত সুশৃংখল পদ্ধতির মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেছে বলে শুনিনি। ঢাকা কলেজ কেন্দ্রে সর্বাত্মক সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য।