১৭ জুন ২০২৩, ১১:৪৭

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখা যাবে। গত ১০ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক নোটিশে জানানো হয়েছে, ‘গার্হস্থ্য অর্থনীতি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে । ড্যাশবোর্ড থেকে রেজাল্ট বাটনে ক্লিক করে ফলাফল দেখা যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের মোট ২ হাজার ৬৫৫টি আসনের বিপরীতে ৬ হাজার ৭১৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।