ঢাবির ৫ প্রবেশপথে সিকিউরিটি বক্স চালু
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে ৫টি ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স’ স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার (১৬ জুন) পলাশী মোড়ে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে এ ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স’-এর উদ্বোধন করা হয়।
এসময় ড. মো. আখতারুজ্জামান ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
আরও পড়ুন: নীতিমালা পরিবর্তনের পর বেসরকারি মেডিকেল ভর্তিতে ফের বিজ্ঞপ্তি
এসব সিকিউরিটি বক্সে দায়িত্ব পালনকারীরা আন্তঃসমন্বয় করে ক্যাম্পাসের যানবাহন নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্যকরী ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এবং সংশ্লিষ্ট অন্যান্যরা।