১৬ জুন ২০২৩, ০৯:১২

ঢাবি সিন্ডিকেটে অনুমোদন পেল ৯১৪ কোটি টাকার বাজেট

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

২০২৩-২৪ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৯১৪ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সিন্ডিকেট সভা।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ বাজেট উপস্থাপন করেন।

আলোচনার পর সংশোধন সাপেক্ষে সিন্ডিকেট বাজেট অনুমোদন দেওয়া হয়। এ বাজেট আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিনেট অধিবেশনে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা।

এবারের বাজেটে মোট প্রাপ্তি দেখানো হয়েছে প্রায় ৮৫৪ কোটি টাকা। যেখানে নিজস্ব উৎস হতে ৮৫ কোটি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৭৬৯ কোটি টাকা প্রাপ্তি দেখানো হয়েছে। এছাড়াও এবারের বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ৬০ কোটি টাকা।                                                                                               
নতুন প্রস্তাবিত বাজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও আবাসিক ভবন বাবদ ৭২ কোটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সেন্টিনারি মনুমেন্ট নির্মাণ বাবদ ৭ কোটি টাকা বাজেট দেখানো হয়েছে।