০৬ জুন ২০২৩, ২২:০৬

রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ রোল দিয়ে ফলাফল জানতে পারবে। 

মঙ্গলবার (৬ জুন) রাতে ‘এ’ ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এ’ ইউনিটে ২৬ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে গ্রুপ-১-এ পাসের হার ৩১ দশমিক ৯৬ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ২৫। গ্রুপ-২-এ পাসের হার ২৭ দশমিক ৫৪ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ৫০। গ্রুপ-৩-এ পাসের হার ২৩ দশমিক ১৮ ও সর্বোচ্চ নম্বর ৭৩ দশমিক ৫০। গ্রুপ-৪-এ পাসের হার ২৩ দশমিক ৮০ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৭৬।

এবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২ হাজার ৪৭০ জন শিক্ষার্থী। এতে পাশ করেছে ১৬ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। গড় পাশের হার ২৬ দশমিক ৬২ শতাংশ।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd থেকে দেখা যাবে।