রাবিতে আবাসিক হলে খোলা রেখে ৩২ দিনের ছুটি শুরু কাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামীকাল বুধবার (৭ জুন) থেকে ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আগামী ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে ক্লাস শুরু হবে ৯ জুলাই থেকে। শুক্রবার ও শনিবার মিলিয়ে এ ছুটি দাঁড়ায় ৩২ দিন।

ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে। আজ মঙ্গলবার (৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৭ জুন (বুধবার) থেকে ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে। গ্রীষ্মাবকাশ উপলক্ষ্য ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত এবং পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্য ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অফিস বন্ধ থাকবে।

এতে আরো বলা হয়েছে, অতি জরুরি বিভাগসমূহ যেমন:- পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন প্রভৃতি যথারীতি চালু থাকবে।


সর্বশেষ সংবাদ