কারাগার থেকেই পরীক্ষা দিলেন প্রক্সিকাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতা!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে (প্রক্সি) জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পর কারাগার থেকে পরীক্ষা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত। তিনি ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (৩ জুন) ইতিহাস বিভাগের ৪০৮ নম্বর কোর্সের ওপর তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে পরীক্ষা দেন। আগামী ৭ জুন ৪১১ নম্বর কোর্সের পরীক্ষা আছে তার।
বিষয়টি নিশ্চিত করে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মাহমুদা খাতুন বলেন, হাসিবুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেন। তার আবেদন গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি কারাগার থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনী ও রাবি প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (৩০ মে) রাতে নগরীর কাটাখালি এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী হাসিবুল ইসলাম শান্তকে গ্রেফতার করে। পরে তাকে ডিজিটাল সিকিউরিটি আইনে (আইসিটি অ্যাক্ট) দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।