রাবিতে পরীক্ষা দিতে এসে ক্যাম্পাসেই সন্তান প্রসব করলেন ভর্তিচ্ছু
দীর্ঘ এক যুগের লালিত স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেন শিক্ষার্থীরা। উদ্দেশ্য একটাই উচ্চ শিক্ষায় নিজের পছন্দমতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। আর এটির জন্য প্রাথমিক ধাপ হলো ভর্তি পরীক্ষা। যেটি অর্জন করতে দিন-রাত এক করে পরিশ্রম করেন শিক্ষার্থীরা। তবে এবার এই স্বপ্ন পূরণে দেখা গেছে ভিন্ন দৃশ্য। রাবিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা মঙ্গলবার (৩০ মে) দিতে এসে সন্তানসম্ভবা এক ছাত্রীর প্রসব বেদনা উঠলে ক্যাম্পাসের মধ্যেই সন্তান প্রসব করেন তিনি।
মেয়েটির বাড়ি নেত্রকোনা জেলায়। নেত্রকোনা থেকে মাইক্রোবাস ভাড়া করে স্বামী, বাবা, মা'সহ পরিবারের ৫-৬ জনের সঙ্গে ভর্তি পরিক্ষা দিতে এসেছিলেন ওই ছাত্রী। এ ঘটনায় পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্রী।
এক প্রত্যক্ষদর্শী বলেন, আমার এক পরীক্ষার্থীকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে আমি বাইরে অপেক্ষা করছিলাম আম চত্বরে। পরে জুবেরি ভবনের কাছে কিছু মানুষের জড়ো হওয়া দেখে এগিয়ে গিয়ে জানতে পারি যে, এক পরীক্ষার্থী সন্তান প্রসব করেছেন। ছাত্রীটি নেত্রকোনা থেকে পরিবারসহ মাইক্রোবাস ভাড়া করে ভর্তি পরিক্ষা দিতে আসার পর হঠাৎ প্রসব বেদনা ওঠে।
এরপর গাড়ি জুবেরী ভবনের কাছাকাছি নেয়া হলে গাড়ির ভিতরেই সন্তান প্রসব করেন ওই পরীক্ষার্থী। মেয়েটি পরে অনেক কান্নাকাটি করে পরীক্ষা না দিতে পারার জন্য। কিন্তু পরিবারের কেউ পরীক্ষা দিতে দেয়নি, পরিবারের সবাই স্বান্তনা দিতে থাকে, দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার জন্য। এ ঘটনাটি শোনার পর পড়াশোনার প্রতি মেয়েটির আগ্রহের প্রশংসা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
আরও পড়ুন: প্রতিবন্ধী শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিচ্ছে রাবি অধ্যাপকের স্কুটি
রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, মেয়েটির পড়াশোনার প্রতি আগ্রহ আমাকে অবাক করেছে। তবে, তার যেহেতু পড়াশোনার প্রতি বেশ আগ্রহ ছিল, সেহেতু তার বিয়েটা বা বাচ্চা নেয়াটা আরও কয়েকবছর পরে করতে পারতো। এরকম মেয়েরাই দেশের সবচেয়ে ভালো জনসম্পদ হতে পারে।
উল্লেখ্য, রাবিতে ভর্তি পরীক্ষায় তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৪৫ ভর্তিচ্ছু।