২৭ মে ২০২৩, ০৯:৫৬

ঢাবির বিজ্ঞান ইউনিটের ফলাফল কবে, যা জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার খাতা দেখা শেষ পর্যায়ে। এর ফলাফল আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। গত ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হয়। 

বিজ্ঞান ইউনিটের সমন্বয়কারী এবং বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান আজ শনিবার (২৭ মে) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের খাতা দেখা শেষ পর্যায়ে। এরপর অন্যান্য কার্যক্রম শুরু হবে। তবে কলা ইউনিটের পরীক্ষা আগে হয়েছে। তাদের ফলাফল ঘোষণার পর বিজ্ঞান ইউনিটের ফলাফল দেওয়া হবে।

এর আগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সংশ্লিষ্টরা জানান, চলতি মাসের শেষে ফলাফল প্রকাশ করা হবে। বিষয়টি উল্লেখ করলে অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বলেন, সেক্ষেত্রে আমরা আগামী মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশের চেষ্টা করবো।

বিজ্ঞান ইউনিটে এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হচ্ছে ৬৯ জনের। এছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা দুই হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৯০৮টি, মানবিক ও বাণিজ্য বিভাগের এক হাজার ৭৪৪টি ও ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।

ব্যবসায় শাখা ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগের জন্য যথাক্রমে ৯৫টি, ২৫টি এবং ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে। আর চারুকলা ইউনিটে মোট আসন ১৩০টি।