২৯৪ কোটি টাকা বরাদ্দ পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৩:২৫ PM , আপডেট: ২৩ মে ২০২৩, ০৩:৩৭ PM
২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ২৯৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। গত রবিবার (২১ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক সভায় এই বাজেট অনুমোদিত হয়।
এতে চলতি ২০২২-২৩ অর্থবছরে ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বাজেটে ৯ হাজার ২৬৫ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ বেড়েছে ২ হাজার ৯২০ কোটি টাকা।
আসন্ন অর্থবছরে সরকারের পক্ষ থেকে পরিচালন ব্যয় বরাদ্দপ্রাপ্তির শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ২০২৩-২৪ অর্থবছরের পরিচালন ব্যয় নির্বাহে পাচ্ছে ৮৫৩ কোটি ৮০ লাখ টাকা। বাজেটের আকার বিবেচনায় চতুর্থ অবস্থানে রয়েছে জাবি।
দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের আগামী অর্থবছরের বাজেটের পরিমাণ ৪৭৯ কোটি ২১লাখ টাকা। তালিকায় তৃতীয় ও অবস্থানে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাবে যথাক্রমে ৩৯৮ কোটি ৪৩ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এবং ২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেট (পরিচালন) বরাদ্দ ও ব্যয়ের ক্ষেত্রে ৫৫টি গাইডলাইন ও কৃচ্ছতা সাধনের নির্দেশাবলী দেওয়া হয়।
বাজেট বরাদ্দ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিচালন ও উন্নয়নের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে ১২ হাজার কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যয়ের ক্ষেত্রে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ কৃচ্ছতা সাধনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাজেটে এ বছর গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গবেষণা খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এছাড়া, বাজেটে বরাদ্দ টাকা নির্দিষ্ট খাতে ব্যবহার এবং আন্তঃখাতে বাজেট সমন্বয় না করাসহ বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যবহারে পরিপত্রে উল্লেখিত গাইডলাইন অনুসরণের আহবান জানান ইউজিসি চেয়ারম্যান।
এর আগে, ২০২২-২৩ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল বাজেটে ৬ হাজার ১০৯ কোটি ১০ লাখ টাকার রাজস্ব বাজেট এবং ৩১টি প্রকল্পের জন্য ৬ হাজার ৭৬ কোটি ২৩ লাখ টাকার উন্নয়ন বাজেট রয়েছে।
ইউজিসির দেয়া বরাদ্দের সঙ্গে নিজস্ব আয় যুক্ত করে স্ব স্ব প্রতিষ্ঠানের কেন্দ্রীয় বাজেট প্রণয়ন করবে বিশ্ববিদ্যালয়গুলো।